বিশ্বজুড়ে দুর্যোগের তাণ্ডব: তুষারঝড়, বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত একাধিক দেশ

তুষারপত
তুষারপত | ছবি: এখন টিভি
0

শক্তিশালী শীতকালীন ঝড়ের দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। বিধ্বংসী বরফ আর পুরু তুষারে ঢেকে যেতে পারে দেশটির অর্ধেকের বেশি অংশ। এছাড়া ছয় দশকের রেকর্ড তুষারপাতের কবলে পড়েছে রাশিয়ার কামচাটকা। এদিকে প্রলয়ঙ্কারী বন্যায় স্পেন-ইতালিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মোজাম্বিকে পানিবন্দি রয়েছে সোয়া ছয় লাখ মানুষ। নিউজিল্যান্ডে ভূমিধ্বসে নিখোঁজ অনেকে।

এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা হয়ে আর্কটিকের হিমশীতল ঝড়ো বাতাসে কাবু সুদূর আমেরিকাও। অনেক বছরের মধ্যে সবচেয়ে বড় ও শক্তিশালী শীতকালীন ঝড় যুক্তরাষ্ট্রের ২৪টির বেশি অঙ্গরাজ্যে আঘাত হানবে পারে সপ্তাহে।

বছরের সবচেয়ে শীতল সময়ে এবার আর্কটিক বাতাসের বিস্ফোরণে, বিধ্বংসী বরফ আর পুরু তুষারে ঢেকে যেতে পারে দেশের অর্ধেকের বেশি অংশ। মার্কিন আবহাওয়া বিভাগের আভাস, ঝড়ের পরিসর ও তীব্রতা এতটাই প্রবল হবে যে সমভূমি থেকে দক্ষিণ ও উত্তর-পূর্বে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাতসহ বিপজ্জনক আবহাওয়ার কবলে পড়বে দেড় হাজার মাইলের বেশি এলাকা।

এদিকে ইংগ্রিদ আর হ্যারি নামের দুই ঝড়ে কাবু ইউরোপের দেশ স্পেন। বার্সেলোনা উপকূলে আছড়ে পড়ছে আড়াই মিটার উঁচু ঢেউ। ভারী বৃষ্টিতে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেছে চালকের। ইংগ্রিদের কারণে উত্তর-পশ্চিম উপকূলে জারি বিরল রেড অ্যালার্ট। হ্যারির দাপটে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি রয়েছে ইতালির সিসিলিতে। ব্যাপক ক্ষতির কবলে পড়েছে বন্দর এলাকা, বন্ধ স্কুল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের দক্ষিণে তিন দিনে এক হাজার ৭০০ উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

দ্বীপরাষ্ট্র মাল্টায় টানা ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। ঘণ্টায় একশো কিলোমিটার বেগে বাতাসে ব্যাপক ক্ষতির মুখে কৃষক, জেলে ও ব্যবসায়ীরা। গ্রিসে রাজধানী এথেন্সে আঘাতের পর দেশের পূর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে একটি মৌসুমি ঝড়। বৃষ্টি-বন্যায় এথেন্সসহ দেশের বিভিন্ন অংশে তলিয়ে গেছে বাড়িঘর, সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাণ গেছে দু’জনের।

স্থানীয়দের একজন বলেন, ‘বাড়িটা বাঁচাতে পেরেছি কারণ আমি নিচতলায় থাকি। গত ২০ বছরের তৃতীয়বার এমন দুর্যোগ দেখলাম।’

হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বরফে রূপ নিয়েছে হাঙ্গেরির বালাতন হ্রদ। ১২ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পার করে মিলছে পানি। মধ্য ইউরোপের সবচেয়ে বড় হ্রদটির এমন পরিস্থিতি হলো প্রায় এক দশক পর। বরফ জমে যাওয়ায় হাঙ্গেরির বুদাপেস্ট, চেক প্রজাতন্ত্রের প্রাগ, স্লোভাকিয়ার ব্রাতিসলাভা ও অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দরে বিঘ্ন ঘটে ফ্লাইট চলাচলে। প্রলয়ঙ্কারী বন্যায় পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে পানিবন্দি সোয়া ছয় লাখ মানুষ।

আরও পড়ুন:

ইউনিসেফ মোজাম্বিকের মুখপাত্র গাই টাইলার বলেন, ‘রাজধানী মাপুতো থেকে শুরু হওয়া রাস্তাটি বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় আটশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে। বন্যার পানির কারণে অনেক সম্প্রদায়ের কাছে পৌঁছানো খুব কঠিন। নৌকা ব্যবহারের চেষ্টা চলছে, ত্রাণ বিতরণে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।’

উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় দেশজুড়ে চলছে বন্যা। ৭০ বছরের বেশি সময়ের ভয়াবহতম বৃষ্টির কবলে কিছু অঞ্চল, প্রাণ গেছে অন্তত চারজনের। এদিকে এশিয়ায় ভারী তুষারপাতে ফ্লাইট ও ট্রেন চলাচল স্থগিত রয়েছে জাপানের উত্তরাঞ্চলে। রোববার পর্যন্ত জাপান সাগর উপকূলে এমনই প্রতিকূল আবহাওয়ার আভাস। চীনের মধ্যাঞ্চলীয় হেনানে তুষারপাতের তীব্রতায় ব্যাহত সড়ক যোগাযোগ; শৈত্যপ্রবাহে বিরল তুষারপাত দেখছে সাংহাই। শাঞ্জি, ইনার মঙ্গোলিয়া ও হেইলংজিয়াংসহ ১২টি প্রদেশে বন্ধ আড়াইশো সড়ক।

আরও পড়ুন:

গত ৬০ বছরের রেকর্ড তুষারপাতের কবলে রাশিয়ার কামচাটকা। এশিয়া, সাইবেরিয়ার পূর্বাঞ্চল হয়ে ইউরোপ পর্যন্ত বিশাল এলাকায় আর্কটিক বাতাসের পৌঁছে যাওয়া অস্বাভাবিক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি ঘটছে, বলছেন বিশ্লেষকরা।

অ্যাটমোস্ফিয়ার ফিজিক্স অধ্যাপক গাই টাইলার বলেন, ‘শীতকালে তুষারপাত অস্বাভাবিক নয়। কিন্তু এতো দক্ষিণে এবং এতো ঘন ঘন তুষারপাত হওয়া অস্বাভাবিক। তার ওপর পূর্ব সাইবেরিয়ায় এতো বেশি তুষারপাত হয় আগে কখনও হয়নি।’

অন্যদিকে, নাতিশীতোষ্ণ আবহাওয়ার নিউজিল্যান্ডে তীব্র বৃষ্টি-বন্যা-ভূমিধসের কবলে নর্থ আইল্যান্ড। নিখোঁজ অনেকে।

জেআর