সিরিয়ায় কুর্দি ও সরকারি সেনার মধ্যে ৪ দিনের নতুন যুদ্ধবিরতি

উত্তর-পূর্ব সিরিয়ায় সরকারি সেনাবাহিনী
উত্তর-পূর্ব সিরিয়ায় সরকারি সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

সিরিয়ায় নতুন করে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এসডিএফ ও সরকারি সেনাবাহিনী। সংঘাত পরিহার করে এটি মেনে চলতে এরই মধ্যে সম্মতি জানিয়েছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ফোর্সের সদস্যরা। এদিকে, এসডিএফকে দামেস্কের প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদের জন্য নাম জমার দেয়ার আহ্বান জানিয়েছে শারা প্রশাসন। কুর্দিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ অধ্যুষিত এলাকাগুলোর জনজীবন। এরই মধ্যে রাক্কা ও দেইর আর জোরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। এছাড়া, আল- হোল শিবির ছেড়েও পালিয়েছে এসডিএফ সদস্যরা। শিবিরটিতে আইএস সন্দেহে কয়েক হাজার লোককে বন্দি করে রেখেছিল গোষ্ঠীটি।

সিরীয় সেনাবাহিনীর বরাতে আল- জাজিরা জানায়, কুর্দি নিয়ন্ত্রিত বাহিনীটি আল- হোল ছেড়ে পালানোর পর নতুন করে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সময় রাত থেকে কার্যকর হয়েছে এটি। শান্তি প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে বিবৃতি দেয় এসডিএফ। গোষ্ঠীটি জানায়, প্রতিপক্ষ হামলা না করলে নতুন করে আর কোনো সংঘাতে জড়াবে না গোষ্ঠীটি। এছাড়া, রোববারের যুদ্ধবিরতি শর্ত বাস্তবায়নেও রাজি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস।

এদিকে শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এসডিএফকে দামেস্কের প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদে একজন প্রার্থীর নাম দিতে বলা হয়েছে। এছাড়া, কুর্দি বাহিনীর দখলে থাকা হাসাকা ও কামিশলি শহরে সিরীয় সেনারা প্রবেশ করবে না বলে জানিয়েছে সরকার। যদিও হাসাকার একটি গ্রামে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতির পরও হামলার অভিযোগ তুলেছে এসডিএফ।

আরও পড়ুন:

চলতি মাসে সিরিয়ার উত্তর- পূর্বাঞ্চলে তেলক্ষেত্রের নিয়ন্ত্রণসহ একাধিক কৌশলগত কারণে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় কুর্দি নেতৃত্বাধীন ফোর্সটি। দীর্ঘদিন ধরে আল - হোল ও রোজ ক্যাম্পে আইএস সন্দেহে বহু মানুষকে বন্দী করে রাখে এসডিএফ সদস্যরা। গেল বছরের আগস্টে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দুই শিবিরে আইএসের প্রায় ৩৪ হাজার সন্দেহভাজন আটক করে রাখে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। যাদের ৬০ শতাংশই শিশু।

সিরিয়ার কুর্দিদের পক্ষে হোয়াইট হাউজে কথা বলেন ট্রাম্প। জানান, তাদের অধিকার রক্ষায় কাজ করবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কুর্দিদের পছন্দ করি। তাদের প্রচুর অর্থ প্রদান করা হয়। তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি কম হলেও, গোষ্ঠীটি রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’

এদিকে, কুর্দিদের অধিকারের পক্ষে আন্দোলন হয়েছে তুরস্কের ইস্তাম্বুল ও জার্মানিতে। বিক্ষোভকারীরা সম্প্রদায়টির অধ্যুষিত এলাকাগুলোতে সংঘাত- সহিংসতা বন্ধের দাবি জানান।

এএম