বাগেরহাটের কাঠের ঘর সারা ফেলেছে ইউরোপে। ২০২৫ সালের জুনে বাগেরহাট থেকে বেলজিয়ামে যাবে ১২০টি কাঠের বাড়ি। যাতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। পরিবেশবান্ধব, আরামদায়ক ও নান্দনিক হওয়ায় বিশ্বের বহু দেশে কাঠের এই ঘরের চাহিদা তৈরি হয়েছে। এমনকি ভ্রমণপিপাসু দর্শনার্থীদের মনোরঞ্জনের নতুন খোরাক তৈরি করেছে কাঠের এই ঘর।