ময়মনসিংহে মিনিবাস উল্টে নিহত ২, আহত ১০

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
1

ময়মনসিংহের ভালুকায় মিনিবাস উল্টে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাস চালকের সহকারী ও মানিকগঞ্জের ঘিউর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে অনিক (২৮) এবং ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাওনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মেহরাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসচালকের সহকারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

আরও পড়ুন:

পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভলডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেভি মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

এফএস