আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এবং নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ এলাকায় জামায়াত মনোনীত প্রার্থীর ফেস্টুন লাগাতে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় মানসিক ভারসাম্যহীন এক যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তা ধাওয়া–পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
আরও পড়ুন:
অন্যদিকে, নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর এলাকায় জামায়াতের মহিলা বিভাগের আয়োজিত উঠান বৈঠকে ছোটন নামে এক যুবদল নেতা বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনি প্রচারণায় সবাই নির্বিঘ্নে প্রচার চালাতে পারবেন। কেউ কারও প্রচারণায় বাধা দিতে পারবেন না। বিষয়টি মাঠপর্যায়ে খোঁজ নেয়া হচ্ছে। প্রচারণায় বাধা দেয়ার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’





