কাদের কাছ থেকে উপহার নিলে কর দিতে হবে না? জানুন এনবিআর-এর নতুন নিয়ম

আয়কর
আয়কর | ছবি: এখন টিভি
0

আমরা উপহার পেতে বা দিতে পছন্দ করি, কিন্তু আয়কর আইনের (Income Tax Law) মারপ্যাঁচে অনেক সময় এই উপহারই গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue - NBR) উপহারের ওপর কর আরোপের ক্ষেত্রে নতুন সংশোধনী এনেছে (Tax on Gifts and Donations Bangladesh)। এখন থেকে সুনির্দিষ্ট চারটি সম্পর্কের বাইরে যেকোনো উপহার গ্রহণ করলে তার ওপর কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন নিয়ম অনুযায়ী উপহার বা দানে করের বিধানগুলো একনজরে

  • করমুক্ত সম্পর্ক: স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান এবং আপন ভাই-বোনের উপহারে কোনো কর নেই।
  • করযোগ্য সম্পর্ক: শ্বশুরবাড়ির লোকজন (শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা), বন্ধু বা অন্য আত্মীয়দের উপহারে কর দিতে হবে।
  • ভাই-বোনের সুবিধা: প্রবাসীদের পাঠানো অর্থ বা আপন ভাই-বোনের দান এখন থেকে পুরোপুরি করমুক্ত।
  • ব্যাংকিং বাধ্যবাধকতা: ৫ লাখ টাকার বেশি উপহার অবশ্যই ব্যাংকের মাধ্যমে নিতে হবে, নাহলে কর দিতে হবে।
  • রিটার্ন দাখিল: উপহার করমুক্ত হলেও তা দাতা ও গ্রহীতা উভয়কে আয়কর রিটার্নে দেখাতে হবে।
  • সম্পত্তির ধরন: নগদ টাকা, জমি বা ফ্ল্যাট—সব ধরনের উপহারের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
  • রিটার্ন দাখিলের নতুন সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
  • সময় বাড়লো: আরও ১ মাস (৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে)।
  • সময় বৃদ্ধির কারণ: নির্বাচন এবং অনলাইন রিটার্ন দাখিলে করদাতাদের প্রস্তুতির সুবিধার্থে।
  • অনলাইন রিটার্ন: এবার অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
  • বর্তমান অগ্রগতি: এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন।
  • মোট করদাতা: বাংলাদেশে বর্তমানে টিআইএন (TIN) ধারী ১ কোটি ১৫ লাখের বেশি।

আরও পড়ুন:

যাদের উপহার পেলে কর দিতে হবে না (Tax-Free Gifts Relationships)

আয়কর বিধি অনুযায়ী, চারটি নির্দিষ্ট সম্পর্কের ক্ষেত্রে উপহার বা দান করলে কোনো কর বসবে না। দাতা বা গ্রহীতা কাউকেই এই অর্থের জন্য অতিরিক্ত করের বোঝায় পড়তে হবে না। এই চার শ্রেণিতে আছেন:

  • ১. স্বামী-স্ত্রী (Husband-Wife)
  • ২. মাতা-পিতা (Parents)
  • ৩. ছেলে-মেয়ে (Children)
  • ৪. আপন ভাই-বোন (Siblings/Brother-Sister)

উল্লেখ্য যে, ইতিপূর্বে ভাই-বোন এই তালিকায় ছিল না। ২০২৪-২৫ অর্থবছর থেকে নতুন করে আপন ভাই ও বোনকে (Biological Brother and Sister) এই করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে। ফলে এখন থেকে ভাই বা বোনের পাঠানো টাকা বা সম্পত্তিতে কোনো কর দিতে হবে না।

আরও পড়ুন:

প্রবাসী রেমিট্যান্স ও ব্যাংকিং চ্যানেল (Remittance and Banking Channel)

অনেক প্রবাসী শ্রমিক তাদের ভাই-বোনের ব্যাংক হিসাবে টাকা পাঠান। নতুন এই আইনের ফলে প্রবাসীদের পাঠানো অর্থের বৈধতা নিয়ে অস্পষ্টতা দূর হলো। তবে মনে রাখতে হবে, আয়কর আইন অনুযায়ী ৫ লাখ টাকার বেশি (More than 5 Lakh BDT) যেকোনো উপহার বা লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে।

শ্বশুরবাড়ির উপহারে কেন কর? (Tax on Gifts from In-laws)

আইন অনুযায়ী, উপরে উল্লিখিত চার ধরনের সম্পর্ক ছাড়া অন্য যে কারো কাছ থেকে উপহার পেলে তা গ্রহীতার আয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং কর বসবে। এর মধ্যে রয়েছে:

  • শ্বশুর-শাশুড়ি (Father and Mother in-law)
  • শ্যালক-শ্যালিকাসহ শ্বশুরবাড়ির লোকজন (Brother and Sister in-law)
  • বন্ধু-বান্ধব ও অন্যান্য আত্মীয় (Friends and Other relatives)

এনবিআর-এর মতে, অনেকে অবৈধ উপার্জন বৈধ করতে শ্বশুরবাড়ির উপহার হিসেবে সম্পদ দেখিয়ে থাকেন। এই প্রবণতা রোধ করতেই এই কঠোর নিয়ম করা হয়েছে।

আরও পড়ুন:

আয়কর রিটার্নে দেখানোর নিয়ম (How to Show Gifts in Income Tax Return)

যেকোনো উপহার পেলে বছর শেষে তা আয়কর রিটার্নে (Income Tax Return - ITR) যথাযথভাবে প্রদর্শন করতে হবে।

করমুক্ত উপহার: ভাই আপনাকে ২ লাখ টাকা দিলে আপনি তা রিটার্নে উপহার হিসেবে দেখাবেন এবং আপনার ভাইও তার নথিতে এটি দান হিসেবে উল্লেখ করবেন। এতে কারো কর দিতে হবে না।

করযোগ্য উপহার: শ্বশুরবাড়ি বা বন্ধুর কাছ থেকে পাওয়া গয়না, জমি বা নগদ টাকা রিটার্নে দেখালে তার ওপর প্রযোজ্য হারে কর দিতে হবে।

একনজরে উপহার বা দানে করের হিসাব (Tax Rules for Gifts at a Glance)

ক্রমিকউপহার দাতার সম্পর্ক (Relationship)করের অবস্থা (Tax Status)মন্তব্য (Remarks)
স্বামী বা স্ত্রী (Husband/Wife)সম্পূর্ণ করমুক্ত (Tax-free)স্থাবর ও অস্থাবর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
পিতা ও মাতা (Father/Mother)সম্পূর্ণ করমুক্ত (Tax-free)নগদ টাকা বা সম্পদ দানে কর নেই।
সন্তান (Children)সম্পূর্ণ করমুক্ত (Tax-free)রিটার্নে দান হিসেবে দেখাতে হবে।
আপন ভাই ও বোন (Siblings)সম্পূর্ণ করমুক্ত (Tax-free)নতুন নিয়ম: ২০২৪-২৫ অর্থবছর থেকে কার্যকর।
শ্বশুর ও শাশুড়ি (In-laws)করযোগ্য (Taxable)উপহারের মূল্য আয়ের সাথে যোগ হবে।
শ্যালক ও শ্যালিকা (Brother/Sister in-law)করযোগ্য (Taxable)করমুক্ত তালিকার বাইরে।
বন্ধু-বান্ধব (Friends)করযোগ্য (Taxable)নিয়মিত হারের মতো কর দিতে হবে।
অন্যান্য আত্মীয় (Other Relatives)করযোগ্য (Taxable)"চাচা, মামা বা খালাদের উপহারও করযোগ্য।"

আরও পড়ুন:


এসআর