সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে টাকা কে পাবেন, কী কাগজপত্র লাগে?

সঞ্চয়পত্র
সঞ্চয়পত্র | ছবি: সংগৃহীত
0

দেশের মধ্যবিত্ত ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়পত্র (Sanchayapatra) হলো অন্যতম নিরাপদ এবং উচ্চ মুনাফা (High Profit) প্রদানকারী সঞ্চয় মাধ্যম। এই স্কিমগুলোতে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হলেও, বিনিয়োগকারীর মৃত্যুর পর মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা ও অর্জিত মুনাফা (Deceased Sanchayapatra Principal and Profit) কে পাবেন——এই প্রশ্ন প্রায়ই উঠে আসে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের (Directorate of National Savings) সুনির্দিষ্ট বিধিমালা অনুযায়ী, সঞ্চয়পত্র ক্রেতা মারা গেলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা পুরো টাকা এবং তার প্রতি মাসের অর্জিত মুনাফা সম্পূর্ণভাবে মনোনীত ব্যক্তি বা নমিনিই (Nominee) উত্তোলন করতে পারবেন। এটি নিশ্চিত করার জন্যই প্রয়োজন হয় সুনির্দিষ্ট কাগজপত্র এবং নিয়মতান্ত্রিক আবেদন প্রক্রিয়া। এই বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম বেশ সহজ এবং স্পষ্ট।

আরও পড়ুন:

১. নমিনির অধিকার: টাকা ও মুনাফা কে পাবেন? (Nominee Rights)

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রে বিনিয়োগ করা পুরো টাকা এবং প্রতি মাসের অর্জিত মুনাফা (Interest) সম্পূর্ণভাবে নমিনি (Nominee) পাবেন। নতুন পদ্ধতিতে ক্রয় করা সঞ্চয়পত্রের ক্ষেত্রে নমিনি নিম্নলিখিত পদ্ধতিতে টাকা উত্তোলন করতে পারবেন:

নমিনির জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Nominee):

সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করার সময় নমিনিকে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র (Documents) জমা দিতে হবে:

  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি করপোরেশনের স্থানীয় কার্যালয় থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যুসনদ (Buyer's Death Certificate)।
  • প্রযোজ্য ক্ষেত্রে হাসপাতাল বা মেডিকেল থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যুসনদ।
  • নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID Photocopy)।
  • নমিনির ২ কপি ছবি।
  • নমিনির নাগরিকত্ব সনদের কপি।
  • নমিনির স্বাক্ষর সত্যায়নের কপি।
  • নমিনির ব্যাংক হিসাবের এমআইসিআর চেক পাতার কপি (MICR Check Leaf Copy)।

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড |ছবি: সংগৃহীত

২. মৃত্যুর পর সঞ্চয়পত্র চালু রাখা যায় কী? (Can Sanchayapatra be Continued)

ক্রেতার মৃত্যুর পর নমিনি চাইলে পুরো টাকা মূল নগদায়ন না করে সঞ্চয়পত্রের বিনিয়োগটি নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখতে (Continue Investment) পারবেন। তবে একটি নির্দিষ্ট সময়কাল পরে, যখন চলতি মেয়াদ (Current Term) শেষ হবে, তখন নমিনিকে অবশ্যই মূল নগদায়ন করতে হবে। এরপর তিনি বিধি মোতাবেক নিজ নামে নতুন সঞ্চয়পত্র (Buy New Sanchayapatra) কিনতে পারবেন।

নতুন নমিনি যুক্ত নয় (Cannot Appoint New Nominee):

ক্রেতার মৃত্যুর পর নমিনি সঞ্চয়পত্রের মালিকানা লাভ করলেও, তিনি স্বয়ংক্রিয়ভাবে নতুন নমিনি নিযুক্ত (Appoint New Nominee) করতে পারবেন না। নতুন নমিনি নিযুক্ত করার একমাত্র উপায় হলো, মূল নগদায়ন করে নিজ নামে নতুন সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে পছন্দ অনুযায়ী নমিনি যুক্ত করা।

আরও পড়ুন:

৩. সঞ্চয়পত্রের ক্রেতা ও নমিনি উভয়ই মারা গেলে (If Both Buyer and Nominee Die)

যদি সঞ্চয়পত্রের ক্রেতা এবং নিযুক্ত নমিনি উভয়ই মারা যান (Both Die), তবে পরিস্থিতি জটিল হয়। এই ক্ষেত্রে নমিনি বা আইনি উত্তরাধিকারী নির্ধারণের জন্য আদালতের শরণাপন্ন (Seek Court's Help) হতে হবে। আদালত কর্তৃক নির্ধারিত ক্রেতার উত্তরাধিকারীরাই (Legal Heirs) সঞ্চয়পত্রের মালিকানা লাভ করবেন।

৪. সঞ্চয়পত্রের প্রকারভেদ ও লাভজনকতা (Types and Profitability)

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে:

  • পরিবার সঞ্চয়পত্র (Paribar Sanchayapatra)
  • পেনশনার সঞ্চয়পত্র (Pensioner Sanchayapatra)
  • পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
  • তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

আরও পড়ুন:

সঞ্চয়পত্রের সুদের হার কমলো: নতুন হার, আইএমএফ শর্ত পূরণে পদক্ষেপ (Sanchayapatra Interest Rate Cut)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণের লক্ষ্যে এবং সরকারের ঋণ কমানোর অংশ হিসেবে সকল ধরনের সঞ্চয়পত্রের সুদের হার (Sanchayapatra Interest Rate) পুনর্নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ, প্রথম ধাপে সুদহার ১২.৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১.৮২ শতাংশে এবং দ্বিতীয় ধাপে ১২.৩৭ শতাংশ থেকে কমিয়ে ১১.৭৭ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

আইএমএফের শর্ত পূরণে হার হ্রাস (Rate Cut to Meet IMF Conditions)

এই সুদহার কমানোর প্রধান কারণ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) (IMF) কর্তৃক বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি টাকার ঋণের বিপরীতে আরোপিত শর্ত। আইএমএফের অন্যতম শর্ত ছিল:

  • ১. সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমানো (Reducing Government Debt from Sanchayapatra)।
  • ২. সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণের ফর্মুলা বাজারভিত্তিক (Market-based Interest Rate Formula) করা।

সরকার আইএমএফের শর্ত বাস্তবায়নের দিকে হাঁটতে গিয়ে সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার ১২.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছিল, যার মেয়াদ ৩০ জুন শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় দফায় সেই হার কমালো।

পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে। সঞ্চয়পত্রে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ এবং এর মুনাফার হার (Interest Rate) বেশ ভালো (মেয়াদপূর্তিতে ১১.৭০% থেকে ১১.৯৮% পর্যন্ত)। তবে জরুরি প্রয়োজন ছাড়া মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে (Breaking Sanchayapatra Before Maturity) মুনাফার হার কমে যায়।

এসআর