২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা

আল-আসাদ বিমানঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা
আল-আসাদ বিমানঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা | ছবি: সংগৃহীত
0

প্রায় ২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। ওয়াশিংটনের নেতৃত্বাধীন সেনারা সবশেষ ঘাঁটিটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিতে আইন আল-আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুঁড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন:

২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছেন মার্কিন সেনারা। তবে এর আওতায় যুক্তরাষ্ট্র কখন সেনাদের প্রত্যাহার শুরু করেছিল সেটি নিশ্চিত নয়। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যান। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় এই ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র।

ইএ