ইরানে বিক্ষোভে হাজারের বেশি নিহতের কথা স্বীকার করলেন খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত
0

সাম্প্রতিক বিক্ষোভে ইরানে হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে বলে স্বীকার করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) এক ভাষণে খামেনি স্বীকার করেন যে সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে। তবে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি।

এছাড়া শনিবারের ভাষণে খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন, এই বিক্ষোভে অনেকেরই প্রাণ গেছে অমানবিক ও নৃশংসভাবে। যদিও এর পেছনে রাষ্ট্রদ্রোহীদের ভূমিকা ছিল বলে অভিযোগ তার। খামেনি আরও বলেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অপরাধী বলে মনে করে। এসময় তিনি জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিরতার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে চায় তেহরান।

আরও পড়ুন:

এদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ নিশ্চিত করেছে, ইরানে বিক্ষোভে শনিবার পর্যন্ত তিন হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। হুঁশিয়ারি দেন, ইরান তাদের দমনের চেষ্টা করলে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র।

ইএ