ক্রিকেট মাঠে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানা-পোড়েন শুরু হয়েছে আগেই। এবার মাঠেও তার প্রতিফলন দেখলো বিশ্ব। এশিয়া কাপে ভারত-পাকিস্তান হ্যান্ডশেক নিয়ে আলোচনা কম হয়নি। এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল নো হ্যান্ডশেক চিত্র।
ঘটনা ঘটেছে জিম্বাবুয়ের বুলাওয়ের মাঠে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত দলের দুই অধিনায়ক। যা উস্কে দিয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, খেলার মাঠে রাজনীতির প্রভাব কাম্য নয়।
আরও পড়ুন:
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ দলের ক্যাপ্টেনের সঙ্গে ভারতীয় দলের ক্যাপ্টেন হাত মেলাননি, আমি মনে করি এটি কোনো খেলোয়াড়সুলভ আচরণ নয়। একটি দেশের খেলা আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে। সেখানে ভারতের মতো এতো উন্নয়নশীল একটি দেশ পার্শ্ববর্তী দেশ যাকে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সম্পর্ক বিল্ডআপ করতে চাই। সেখানে খেলাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে রাজনীতিকে টেনে এনে, আমাদের মোস্তাফিজ ইস্যুকে টেনে এনে বা আমাদের বাংলাদেশ দলের আগামী বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে; সেটিকে কেন্দ্র করে যদি এ ধরনের আচরণ করে তাহলে আমি মনে করি এটি কোনো খেলোয়াড়সুলভ আচরণ নয়।’
ক্রিকেটারদের নিয়ে বোর্ড পরিচালকের করা মন্তব্যের বিষয়েও কথা বলেছেন আমিনুল হক। জানিয়েছেন দায়িত্বশীলদের আরও সতর্কতা অবলম্বন করে কথা বলা উচিৎ।
তিনি বলেন, ‘খেলোয়াররা মাঠে থাকবে, খেলা চলবে, খেলা যেন কখনো বন্ধ না হয়। আমাদের যদি ক্রিকেট বোর্ডের কারও সঙ্গে কথার দূরত্ব থাকে তাহলে মাঠের বাহিরে বসে সেটির আলোচনা করে আমরা সমাধান করব। কারও উস্কানিতে খেলা বন্ধ হয়ে যাবে এর পক্ষপাতী আমি না।’
দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা সাবেক পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়িয়েছেন আমিনুল হক। ইনজুরি সারিয়ে আবারও ক্রিকেটে ফিরতে তাকে পূর্ণ সমর্থন দেয়ারও আশ্বাস দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।





