নো হ্যান্ডশেক ইস্যু: আরও বৃদ্ধি করলো বাংলাদেশ-ভারত দূরত্ব

ইশরাত এলিজা
বাংলাদেশ ও ভারতের অধিনায়ক
বাংলাদেশ ও ভারতের অধিনায়ক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও ভারতের চলমান ক্রিকেট দ্বন্দ্বের মাঝেই নতুন বিতর্কের উপকরণ ‘নো হ্যান্ডশেক’ ইস্যু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। এর আগে সিনিয়র পর্যায়ে পাকিস্তানের সঙ্গেও একই কাণ্ড ঘটিয়েছিল ভারত। এরপর এবারের ঘটনা যেন বাংলাদেশ ও ভারতের দূরত্ব আরও বৃদ্ধি করলো।

ক্রিকেটীয় ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী। এরই মাঝে জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। যথাসময়ে টস করতে এলেও এদিন টসের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে হাত না মিলিয়ে পরস্পরকে এড়িয়ে যান। এ ঘটনার মাধ্যমে আবার ফিরে এসেছে নো হ্যান্ডশেক স্মৃতি।

আরও পড়ুন:

এর আগে এশিয়া কাপে মূল জাতীয় দলের খেলায় পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। শুধু অধিনায়ক নয়, সেবার দুই দলের কোনো ক্রিকেটারই ম্যাচের আগে বা পরে পরস্পরের সঙ্গে হাত মেলাননি। যা নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের মতো কাণ্ডও ঘটিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এমনিতেই বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে তলানিতে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মাঝে নো হ্যান্ডশেক কাণ্ড ঘটিয়ে নিজেদের তিক্ত সম্পর্ককে যেন আরেকটু উসকে দিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা আগে থেকেই তলানিতে। বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। সব মিলিয়ে ধীরে ধীরে যেন ক্রিকেটে একঘরে হয়ে যাওয়ার পথেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।

ইএ