ইনজুরির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফারুকি, মুজিব ও গুলবাদিন নাইব। বিশ্বকাপের দলে আবারও ফিরলেন তারা।
মুজিব ফেরায় রহস্য স্পিনার গাজানফারের জায়গা হয়নি মূল দলে। তবে তিন সদস্যের রিজার্ভ দলে আছেন তিনি। মূল দলে রশিদ-মুজিবরা ছাড়াও আছেন ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমেদ, সেদিকউল্লাহ অতলরা।
আরও পড়ুন:
বিশ্বকাপের আগে জানুয়ারিতে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। সেই সিরিজেও থাকবে একই দল।
৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে গেল আসরে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া আফগানিস্তান।





