সুর আর ছন্দে প্রভু যীশুর বন্দনার মধ্য দিয়ে শুরু হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা। এরপর প্রভুর মঙ্গল সমাচার পাঠ করেন প্রধান পুরোহিত।
ঈশ্বরের শ্বাশ্বতবাণী আন্তরে ধারণ করে রাজধানীর তেজগাঁও চার্চে ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। জানালেন, নানা আয়োজনে তারা পালন করছেন এবারের বড়দিন। তাদের প্রত্যাশা, ঈশ্বর পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেবেন।
আরও পড়ুন:
প্রার্থনায় অংশ নেয়াদের মধ্যে একজন বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে, যে কনফ্লিক্ট হচ্ছে সবার মধ্যে এ জিনিসটা যেন থেমে যায়। আমরা যদি আবার সবাই মনে করতে পারি যে, আমরা সবাই মানুষ, ধর্ম-জাত এসব ম্যাটার করে না।’
প্রার্থনায় বিশ্বের শান্তি এবং দেশের স্থিতিশীলতার জন্য আর্জি জানান যীশু ভক্তরা।
তাদের মধ্যে একজন বলেন, ‘ঈশ্বর আজকে সবার মধ্যে একটা শান্তি বর্ষণ করে। দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে এতে সবাইকে যেন সুন্দর একটা দিন সবাইকে দিতে পারে।’
বড়দিনকে স্বর্গের সঙ্গে মর্ত্যের মিলন আর মানুষের সঙ্গে ঈশ্বরের যোগ মনে করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাইতো বছরজুড়ে এ দিনের অপেক্ষা করেন যীশুর অনুসারীরা।





