রাশিয়ায় ঐতিহ্যবাহী মাসলেনিতসা উৎসব উদযাপন
কাঠের তৈরি প্রাসাদ পুড়িয়ে ঐতিহ্যবাহী মাসলেনিতসা উৎসব উদযাপন করলেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলের মানুষ। এতি বছরের মতো এবারও ছিল শুভ ও অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজন। শীত শেষে বসন্তের শুরুর সময়টায় অশুভ শক্তি দমনের লক্ষ্যে উৎসবটি পালন করে আসছেন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা।