গোলাম সরওয়ার বলেন, ‘এ সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা করবে, তা না হলে এ খাতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’
একই অনুষ্ঠানে হাবের মহাসচিব বলেন, ‘এ আইনে গ্রাহকের কোনো স্বার্থ রক্ষা হবে না। বিশেষ মহলের ইন্ধনে সরকার এ আইন বাস্তবায়ন করতে চায়।’
তিনি আরও বলেন, ‘এজেন্সি নিবন্ধন, নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এর খসড়ায় প্রস্তাবিত আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।’
আরও পড়ুন:
এসময় তিনি উল্লেখ করেন, ২০২১ সনের চার নং আইনের ধারা পাঁচের সংশোধন করে উক্ত আইনের ধারা ১১ এর অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডের পরিবর্তে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড মানবিক কারণে পর্যালোচনা করে পূর্বের আইন বহাল রাখা উচিত।
হাবের মহাসচিব বলেন বলেন, ‘এ আইন বাস্তবায়ন হলে ব্যবসা পরিচালক ব্যয় বাড়বে। সেই সঙ্গে ৫ হাজার ৪৪৬টি প্রতিষ্ঠান বন্ধ হবে, যার ফলে সংশ্লিষ্ট ৫০ হাজার লোক বেকার হয়ে পড়বে।’





