কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার | ছবি: এখন টিভি
1

কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নির্বাচনি অঙ্গন পরিছন্ন না হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। আজ (রোববার, ৩০ নভেম্বর) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর মেয়াদেরও লাগাম টানা উচিত।’

একই সেমিনারে যুক্ত হয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের ভূমিকা দৃশ্যহীন।’

আরও পড়ুন:

এছাড়া সরকারের উপদেষ্টা যারা নির্বাচন করতে পারে তাদের সমালোচনা করে বলেন, ‘রেফারি হয়ে গোল দিতে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।’

এদিকে এনসিপি নেতা সারওয়ার তুষার অভিযোগ করেন বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। ফলে জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা এখনো ঠিকভাবে আস্থা পাচ্ছে না।’

সেমিনারে অনন্যা রাজনৈতিক দলের বক্তারাও সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

এসএস