বরাবরের মতো এবারেও ফ্র্যাঞ্চাইজি আসরটিতে আছে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানাচ্ছে, এখন পর্যন্ত দেশটির চারজন ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ের অংশ হিসেবে বিপিএলে নাম লিখিয়েছেন।
আরও পড়ুন:
লেগ স্পিনার আবরার আহমেদ যুক্ত হয়েছেন নতুন নামে আসা চট্টগ্রাম রয়্যালসে। এদিকে সিলেট টাইটান্স নিশ্চিত করেছে সাবেক পেসার মোহাম্মদ আমিরকে। বিপিএলে ৩৬ ম্যাচে ৫২ উইকেট আছে আমিরের।
একই দলে দেখা যাবে ওপেনার সাইম আইয়ুবকে। আর ঢাকা ক্যাপিটালসে যোগ দেবেন টপ অর্ডার ব্যাটার উসমান খান, যিনি গেলো আসরে খেলেছিলেন চিটাগাং কিংসের হয়ে।





