আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) বেলা ১২টা থেকে শুরু করে এখনও পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
জানা গেছে, গতকাল রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ রহমান। এদের মধ্যে বখশীকে রাবি মেডিকেল সেন্টারে এবং ফারাবী ও মিনহাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
বিক্ষোভকারীরা জানান, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। অথচ সামনেই পুলিশ ফাঁড়ি ছিল।
পুলিশ এখনও কেন নীরব, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনও মামলা করেনি?— এমন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
এসময় দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।





