ঢাকায় নেমেছে হালকা শীত, তাপমাত্রা ১৯ ডিগ্রিতে—আজও শুষ্ক আবহাওয়া

ঢাকার শীতের সকাল
ঢাকার শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় রাজধানীজুড়ে হালকা শীতের অনুভূতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শীতের আমেজ নিয়েই দিন শুরু করেছেন নগরবাসী।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আরও পড়ুন:

সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সারা দেশের আবহাওয়াও আজ শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

এফএস