গণভোট নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না: জাহিদ হোসেন

ডা. এজেডএম জাহিদ হোসেন
ডা. এজেডএম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদের আলোকে আগামী দিনে সংস্কার ও জাতীয় নির্বাচন হবে। গণভোট নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত বা প্রভাব ফেলবে না। জাতি এখন ঐক্যবদ্ধ।

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকেলে হিলিতে দিনাজপুরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

এসময় ডা. জাহিদ হোসেন বলেন, ‘গণভোটের বিষয়ে বিএনপি গতকালই (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) মন্তব্য করেছে এবং সাধুবাদ জানিয়েছে। দ্রুততম সময়ে তারিখ ঘোষণা করে সে লক্ষ্যে নির্বাচন এগিয়ে নিতে কমিশন কাজ করবে। জাতি অপেক্ষায় রয়েছে ভোট দেয়ার জন্য।’

দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় একযোগে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করে বিএনপি।

এসএস