বিদেশে বসে আ.লীগের অস্থিরতা সৃষ্টির চেষ্টা, দায় রাজনীতিবিদদের: ইশরাক

ইশরাক হোসেন
ইশরাক হোসেন | ছবি: সংগৃহীত
0

বিদেশে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তার দায় রাজনীতিবিদদের নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে বের করা নির্বাচনি গণমিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, ‘রাজনীতিবিদদের নিজেদের বিভাজনের সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। বিএনপি ক্ষমতার জন্য নয়, জিয়াউর রহমানের আদর্শের জন্য, বাংলাদেশের জনগণের জন্য লড়াই করে। বিএনপি নির্বচনি ট্রেনে উঠেছে। আগামী নির্বাচনে জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় আসবে।’

আরও পড়ুন:

এসময় জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে অবশ্যই পূরণ করার পাশাপাশি, শেখ হাসিনার বিচার নিশ্চিত করে, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলে তিনি।

পরে গণমিছিলটি ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ চৌরাস্তা, জনসন রোড হয়ে জয়কালী মন্দির গিয়ে শেষ হয়।

এসএস