সুনামগঞ্জে যেসব প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি

কয়ছর এম আহমেদ (বামে), আনিসুল হক (মাঝে), কলিম উদ্দিন আহমেদ মিলন (ডানে)
কয়ছর এম আহমেদ (বামে), আনিসুল হক (মাঝে), কলিম উদ্দিন আহমেদ মিলন (ডানে) | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আজ (সোমবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার মধ্যে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।

আরও পড়ুন:

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ও সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

এছাড়াও সুনামগঞ্জ -২ আসন ও সুনামগঞ্জ ৪ আসন পরবর্তীতে ঘোষণা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

এসএস