ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি ছাত্র অধিকার পরিষদের

ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল | ছবি: সংগৃহীত
1

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে হত্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। অন্যথায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সীমান্তে হত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বক্তারা আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসন অক্টোপাসের মতো বাংলাদেশকে জড়িয়ে ধরেছে। প্রতিনিয়ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে হত্যাকাণ্ড চালাচ্ছে। অথচ বর্তমান সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

আরও পড়ুন:

এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘যদি উপদেষ্টারা দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারে তাহলে দেশের মানুষ এর যোগ্য জবাব দিবে।’ দ্রুত সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

ইএ