বিএনপির ২৩৭ প্রার্থীর আসন বণ্টন; জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। এছাড়াও প্রথমবারের মতো ভোটে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো তালিকায় খালেদা জিয়াসহ নয়জন নারী প্রার্থী রয়েছেন।

বিএনপির প্রার্থী তালিকা ২০২৫- bnp nomination list 2025

সারা দেশে বিএনপির ২৩৭টি সংসদীয় আসনে জেলাভিত্তিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নীচে তুলে ধরা হলো—

ঢাকা বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominated in Dhaka division

ঢাকা-১ : খন্দকার আবু আশফাক; ঢাকা-২ : আমান উল্লাহ আমান; ঢাকা-৩ : গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ : তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ : নবী উল্লাহ নবী; ঢাকা-৬: ইশরাক হোসেন; ঢাকা-৭ : পরে ঘোষণা; ঢাকা-৮ : মির্জা আব্বাস আহমেদ; ঢাকা-৯ : পরে ঘোষণা; ঢাকা-১০ : পরে ঘোষণা; ঢাকা-১১ : এম এ কাইয়ুম; ঢাকা-১২ : সাইফুল আলম নীরব; ঢাকা-১৩ : পরে ঘোষণা; ঢাকা-১৪ : সানজিদা ইসলাম তুলি; ঢাকা-১৫ : মো. শফিকুল ইসলাম খান; ঢাকা-১৬ : আমিনুল হক; ঢাকা-১৭ : পরে ঘোষণা; ঢাকা-১৮ : পরে ঘোষণা; ঢাকা-১৯ : ডা. দেওয়ান মো. সালাউদ্দিন; ঢাকা-২০ : পরে ঘোষণা।

গাজীপুর-১: পরে ঘোষণা; গাজীপুর-২: এম মুঞ্জুরুল করিম রনি; গাজীপুর-৩: রফিকুল ইসলাম বাচ্চু; গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান; গাজীপুর-৫: ফজলুল হক; মিলন; গাজীপুর-৬: পরে ঘোষণা।

নারায়ণগঞ্জ -১: মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু; নারায়ণগঞ্জ -২: নজরুল ইসলাম আজাদ; নারায়ণগঞ্জ -৩: মো. আজহারুল ইসলাম মান্নান; নারায়ণগঞ্জ -৪: পরে ঘোষণা; নারায়ণগঞ্জ -৫: মো. মাসুদুজ্জামান।

মুন্সীগঞ্জ-১: শেখ মো. আবদুল্লাহ; মুন্সীগঞ্জ -২: মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ -৩ : পরে ঘোষণা।

আরও পড়ুন:

ফরিদপুর-১: পরে ঘোষণা; ফরিদপুর-২: শ্যামা ওবায়েদ ইসলাম; ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ; ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল।

মাদারীপুর-১: কামাল জামান মোল্লা; মাদারীপুর-২: পরে ঘোষণা; মাদারীপুর-৩: আনিসুর রহমান।

নরসিংদী-১: খায়রুল কবির খোকন; নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান; নরসিংদী-৩: পরে ঘোষণা; নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন; নরসিংদী-৫: ইঞ্জি. মো.আশরাফ উদ্দিন বকুল।

মানিকগঞ্জ-১: পরে ঘোষণা; মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম বাঁধন; মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা।

শরীয়তপুর-১: সাইদ আহমেদ আসলাম; শরীয়তপুর-২: মো. শফিকুর রহমান কিরণ; শরীয়তপুর-৩: মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু।

গোপালগঞ্জ-১: মো. সেলিমুজ্জামান মোল্ল্যা; গোপালগঞ্জ-২: ডা. কে এম বাবর আলী; গোপালগঞ্জ-৩: এস এম জিলানী।

কিশোরগঞ্জ-১: পরে ঘোষণা; কিশোরগঞ্জ-২: অ্যাড. মো. জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফরুক; কিশোরগঞ্জ-৪: মো. ফজলুল রহমান; কিশোরগঞ্জ-৫ : পরে ঘোষণা; কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল রহমান।

রাজবাড়ী-১: আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম; রাজবাড়ী-২: পরে ঘোষণা।

টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন; টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু; টাঙ্গাইল-৩: এম ওবায়দুল হক নাসির; টাঙ্গাইল-৪: মো. লুৎফুর রহমান মতিন; টাঙ্গাইল-৫ : পরে ঘোষণা; টাঙ্গাইল-৬: মো. রবিউল আউয়াল লাবলু; টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী; টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।

রাজশাহী বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominations in Rajshahi division

রাজশাহী-১ : মো. শরীফ উদ্দীন; রাজশাহী-২ : মো. মিজানুর রহমান মিনু; রাজশাহী-৩ : মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪ : ডিএমডি জিয়াউর রহমান; রাজশাহী-৫ : অধ্যাপক নজরুল ইসলাম; রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

নওগাঁ-১ : মো. মোস্তাফিজুর রহমান; নওগাঁ-২ : মো. সামসুজোহা খান; নওগাঁ-৩ : মো. ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪ : ইকরামুল বারী টিপু; নওগাঁ-৬ : শেখ মো. রেজাউল ইসলাম।

আরও পড়ুন:

নাটোর-১ ফারজানা শারমিন; নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু; নাটোর-৩: পরে ঘোষণা; নাটোর-৪ মো. আব্দুল আজিজ।

পাবনা -১ : পরে ঘোষণা; পাবনা-২ : এ কে এম সেলিম রেজা হাবিব; পাবনা-৩ : মো. হাসান জাফির তুহিন; পাবনা-৪ : হাবিবুর রহমান হাবিব; পাবনা-৫ মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জ-১ মো. সাজাহান মিয়াঁ; চাঁপাইনবাবগঞ্জ-২ : মো. আমিনুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. হারুনর রশিদ।

বগুড়া-১ : কাজী রফিকুল ইসলাম; বগুড়া-২ : পরে ঘোষণা; বগুড়া-৩ : আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ : মো. মোশারফ হোসেন; বগুড়া-৫ : গোলাম মোহাম্মদ সিরাজ : বগুড়া-৬ : তারেক রহমান; বগুড়া-৭ : বেগম খালেদা জিয়া।

জয়পুরহাট-১ : মো. মাসুদ রানা প্রধান; জয়পুরহাট-২ : আব্দুল বারী।

সিরাজগঞ্জ -১: পরে ঘোষণা; সিরাজগঞ্জ-২ : হাসান মাহমুদ টুকু; সিরাজগঞ্জ-৩ : ভিপি আয়নুল হক; সিরাজগঞ্জ-৪ : এম আকবর আলী; সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান; সিরাজগঞ্জ-৬ : এম এ মুহিত।

বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominated in Barisal division

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন; বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু; বরিশাল-৩: পরে ঘোষণা; বরিশাল-৪: মো. রজীব আহসান; বরিশাল-৫ : মো. মজিবর রহামন সরওয়ার; বরিশাল-৬: আবুল হোসেন খান।

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী; পটুয়াখালী-২: পরে ঘোষণা; পটুয়াখালী-৩: পরে ঘোষণা; পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন।

ভোলা-১: গোলাম নবী আলমগীর; ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম; ভোলা-৩: মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম; ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন।

আরও পড়ুন:

পিরোজপুর-১: পরে ঘোষণা; পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর; পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল।

ঝালকাঠি-১: পরে ঘোষণা; ঝালকাঠি-২: সরাত সুলতানা ইলেন ভুট্টু।

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা; বরগুনা-২: নুরুল ইসলাম মনি।

ময়মনসিংহ বিভাগে মনোনয়ন পেলেন যারা- BNP nominated in Mymensingh division

ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩: এম ইকবার হোসেইন; ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ (স্থগিত); ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬: মো. আখরুল আলম; ময়মনসিংহ-৭: ডা. মো. মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯: ইয়াসের খাঁন চৌধুরী; ময়মনসিংহ-১০: পরে ঘোষণা; ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ।

শেরপুর-১: সানসিলা জেবরিন; শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী; শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল।

জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩: মো. মোস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫: শাহ মো. ওয়ারেস আলী মামুন।

নেত্রকোণা-১: ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোণা-২: মো: আনোয়ারুল হক; নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোণা-৪: মো. লুৎফুজ্জামান বাবর; নেত্রকোণা-৫: মো. আবু তাহের তালুকদার।

খুলনা বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominations in Khulna division

খুলনা-১: পরে ঘোষণা; খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু; খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪: আজিজুল বারী হেলাল; খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর; খুলনা-৬: মনিরুল ইসলাম বাপ্পী।

বাগেরহাট-১: পরে ঘোষণা; বাগেরহাট-২: পরে ঘোষণা; বাগেরহাট-৩: পরে ঘোষণা।

সাতক্ষীরা-১: মো. হাবিবুল ইসমাল হাবিব; সাতক্ষীরা-২: আব্দুর রউফ; সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন; সাতক্ষীরা-৪: মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন:

যশোর-১ মো. মফিকুল হাসান তৃপ্তি; যশোর-২: মোছা. সাবিরা সুলতানা; যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত; যশোর-৪: টি এস আইয়ুব; যশোর-৫: পরে ঘোষণা; যশোর-৬: কাজী রওনকুল ইসলাম।

মাগুরা-১: মো. মনোয়ার হোসেন; মাগুরা-২: নিতাই রায় চৌধুরী।

ঝিনাইদহ-১: পরে ঘোষণা; ঝিনাইদহ-২: পরে ঘোষণা; ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান; ঝিনাইদহ-৪: পরে ঘোষণা।

নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম; নড়াইল-২: পরে ঘোষণা।

কুষ্টিয়া-১: রেজা আহম্মেদ; কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩: মো. জাকির হোসেন সরকার; কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান; চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান।

মেহেরপুর-১: মাসুদ অরুন; মেহেরপুর-২: মো. আমজাদ হোসেন।

চট্টগ্রাম বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominations in Chittagong division

চট্টগ্রাম-১ : নুরুল আমিন চেয়ারম্যান; চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৩: পরে ঘোষণা; চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫: মীর হেলাল উদ্দিন; চট্টগ্রাম-৬: পরে ঘোষণা; চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ; চট্টগ্রাম-৯: পরে ঘোষণা; চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১১: পরে ঘোষণা; চট্টগ্রাম-১২: এনামুল হক; চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৪: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৫: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আরও পড়ুন:

কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন; কুমিল্লা-২: পরে ঘোষণা; কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী; কুমিল্লা-৫: মো. জসিম উদ্দিন; কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী; কুমিল্লা-৭: পরে ঘোষণা; কুমিল্লা-৮: জাকারিয়া তাহের; কুমিল্লা-৯: মো. আবুল কালাম; কুমিল্লা-১০: মো. আব্দুল গফুর ভূঁইয়া; কুমিল্লা-১১: মো. কামরুল হুদা।

চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন; চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন; চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ; চাঁদপুর-৪: মো. হারুনুর রশিদ; চাঁদপুর-৫: মো. মমিনুল হক।

কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমেদ; কক্সবাজার-২: পরে ঘোষণা; কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল; কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী।

নোয়াখালী-১: এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী-২: জয়নাল আবেদীন ফারুক; নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ বুলু; নোয়াখালী-৪: মো. শাহজাহান; নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম; নোয়াখালী-৬: মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

ব্রাহ্মণবাড়িয়া-১: এম এ হান্নান; ব্রাহ্মণবাড়িয়া-২: পরে ঘোষণা; ব্রাহ্মণবাড়িয়া-৩: খালেদ হোসেন মাহবুব শ্যামল; ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান; ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আবদুল মান্নান; ব্রাহ্মণবাড়িয়া-৬: পরে ঘোষণা।

লক্ষ্মীপুর-১: পরে ঘোষণা; লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভূঁইয়া; লক্ষ্মীপুর-৩: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি; লক্ষ্মীপুর-৪: পরে ঘোষণা।

ফেনী-১: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; ফেনী-২ : অধ্যাপক জয়নাল আবেদীন; ফেনী-৩ : আব্দুল আউয়াল মিন্টু।

খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ মিয়া

রাঙ্গামাটি: দীপেন দেওয়ান

বান্দরবান: সাচিং প্রু

রংপুর বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominations in Rangpur division

রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন; রংপুর-২ মোহাম্মদ আলী সরকার; রংপুর-৩: মো. সামসুজ্জামান সামু; রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা; রংপুর-৫: মো. গোলাম রব্বানী; রংপুর-৬: মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন:

পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির; পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ঠাকুরগাঁও-২: পরে ঘোষণা; ঠাকুরগাঁও-৩: মো. জাহিদুর রহমান জাহিদ।

দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম; দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ; দিনাজপুর-৩ বেগম খালেদা জিয়া; দিনাজপুর-৪: মো. আক্তারুজ্জামান মিয়াঁ; দিনাজপুর-৫: পরে ঘোষণা; দিনাজপুর-৬: অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী-১: পরে ঘোষণা নীলফামারী-২: এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল; নীলফামারী-৩: পরে ঘোষণা; নীলফামারী -৪ মো. আব্দুল গফুর সরকার।

লালমনিরহাট-১: মো. হাসান রাজিব প্রধান; লালমনিরহাট-২: পরে ঘোষণা; লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু।

কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা; কুড়িগ্রাম-২: মো. সোহেল হোসেন কায়কোবাদ; কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম; কুড়িগ্রাম-৪: মো. আজিজুর রহমান।

গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী; গাইবান্ধা-২: মো. আনিসুজ্জামান খান বাবু; গাইবান্ধা-৩: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক; গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার; গাইবান্ধা-৫: মো. ফারুক আলম সরকার।

সিলেট বিভাগে মনোনয়ন পেলেন যারা - BNP nominations in Sylhet division

সিলেট-১: খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী; সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর; সিলেট-৩: মোহাম্মদ আবদুল মালিক; সিলেট-৪: পরে ঘোষণা; সিলেট-৫: পরে ঘোষণা; সিলেট-৬: এমরান আহমেদ চৌধুরী।

সুনামগঞ্জ-১: আনিমুল হক; সুনামগঞ্জ-২: পরে ঘোষণা; সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কয়সর আমমেদ; সুনামগঞ্জ-৪: পরে ঘোষণা; সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন।

মৌলভীবাজার-১: নাসির দ্দিন আহমেদ মিঠু; মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু; মৌলভীবাজার-৩: নাসের রহমান; মৌলভীবাজার-৪: মো. মজিবর রহমান চৌধুরী।

হবিগঞ্জ ১: পরে ঘোষণা; হবিহঞ্জ ২: আবু সনসুর সাখাওয়াত হাসান জীবন; হবিহঞ্জ ৩: আলহাজ্ব মো. জি কে গাউস; হবিহঞ্জ ৪: এস এম ফয়সাল।

নিচে বিএনপির প্রার্থী তালিকা ২০২৫ পিডিএফ আকারে দেয়া হলো। (,bnp Full nomination list 2025,)

বিএনপির মনোনয়ন পেলেন যারা ২০২৫ তালিকা, বিএনপি প্রার্থী তালিকা, বিএনপি প্রার্থী তালিকা 2025 পিডিএফ, bnp nomination list 2025 bangla pdf, বিএনপির মনোনয়ন পেলেন যারা ২০২৫ তালিকা পিডিএফ দেখতে ক্লিক করুন।


এসএস