২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন রয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৬৬ জনে।

ইএ