অপহৃত ছাত্রের নাম আমিরুল ইসলাম ইলহাম (১৩)। সে চট্টগ্রাম সরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং দৈনিক যুগান্তর সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর ছেলে।
ইলহামের বাবা সাংবাদিক সৈয়দ ফোরকান আবু জানান, সকাল সাড়ে আটটায় ইলহাম কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় এবং বাকলিয়া এক্সেস সড়কের সামনে থেকে একটি টমটমে ওঠে। টমটমটি কিছুদূর যাওয়ার পরই চালক ও গাড়ির ভেতরে থাকা মধ্যবয়সী এক ব্যক্তি মিলে ইলহামের চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন:
দুপুর দেড়টার দিকে অপহরণকারীরা ইলহামকে একটি মুঠোফোনের দোকানে নিয়ে যায়। সেখানে তারা ইলহামকে অপহরণের কথা জানিয়ে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা করে। অপহরণকারীরা নিজেদের মধ্যে কথোপকথন চলাকালে ইলহাম সেই সুযোগে দোকান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে নিরাপদে নিজের বাসার সামনে চলে আসে।
ছেলের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে সাংবাদিক সৈয়দ ফোরকান আবু প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন এ অপহরণ চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল কাদের জানান, তিনি অপহরণের চেষ্টার শিকার হওয়া ওই ছাত্রের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





