রাজশাহীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ
অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ | ছবি: এখন টিভি
0

রাজশাহীর পবা উপজেলার বাকসারা এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বাকসারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিআইডির নমুনা সংগ্রহ শেষে মরদেহ পাঠানো হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যান। এ সময় প্রচণ্ড দুর্গন্ধ পেলে তারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে সিআইডির সদস্যরা এসে মরদেহের সুরতহাল করে। মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মরদেহ উদ্ধারের সময় পরনে কোনো কাপড় না থাকায় ধর্ষণের পর হত্যা হয়ে থাকতে পারে। মরদেহের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মরদেহটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফএস