ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৬ বার লা লিগা শিরোপা এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই লেফট ব্যাক। অবসর ঘোষণার দিন পর্যন্ত ৭০০ পেশাদার ম্যাচ খেলেছেন আলবা। তাতে করেছেন ৫১ গোল, করিয়েছেন ১৩৫টি।
আরও পড়ুন:
২০২৩ সালে সের্হিও বুসকেতস এবং লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেন আলবা। নতুন ক্লাবে জিতেছেন সাপোর্টার্স শিল্ড এবং লিগস কাপ শিরোপা। মেজর লিগে নিজেদের অবস্থানের সাপেক্ষে চলতি বছরের ডিসেম্বরেই নিজের শেষ ম্যাচ খেলতে পারেন জর্দি আলবা।





