লাতিন আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাছাইপর্ব শেষ করে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ বর্তমান চ্যাম্পিয়নদের। আগামী ১১ ও ১৪ অক্টোবর ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।
দুই ম্যাচকে সামনে রেখে অনুশীলনও চালিয়ে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। তবে এরইমধ্যে শঙ্কা জেগেছে দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিয়ে। শিকাগোতে বর্তমানে অধিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ফলে সেখান থেকে ভেন্যু সরিয়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের কথা ভাবছে কর্তৃপক্ষ।





