ভালো করার কথা থাকলেও কেন পারলেন না জাকের?

জাকের আলী অনিক
জাকের আলী অনিক | ছবি: সংগৃহীত
1

তীব্র সমালোচনায় পুড়ছেন জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। ফিনিশারের ভূমিকায় থাকলেও টাইগার এ ব্যাটারের হাতে নেই ছয়ের মার। অথচ বাস্তবতা বলছে, সমালোচিত জাকেরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। যদিও বৈশ্বিক বিচারে টাইগার এ ব্যাটার অনেকটাই পিছিয়ে।

টি-টোয়েন্টিতে বিশ্বকাপে খেলেছেন ৪৬ বল। সদ্য সমাপ্ত এশিয়া কাপে মোকাবেলা করেছেন ৬৬ বল। দুই বৈশ্বিক আসরে শতাধিক বল খেলেও জাকের আলী অনিকের কাছ থেকে ছয়ের মার দেখেনি বাংলাদেশ। যদিও জাতীয় দলে আগমনী পর্বে জাকেরের ওপর ছিল বিশ্বাস। সেটার প্রমাণও জাকের আলী অনিক দিয়েছিলেন ভালোভাবেই। তবে দিন যত গিয়েছে, ততই রঙ হারিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

অবশ্য পরিসংখ্যান বলছে, সমালোচিত এ জাকেরই বাংলাদেশ দলের জন্য অন্যতম সেরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৫৬৩ বল খেলে ৪০ ছক্কা হাঁকিয়েছেন জাকের। প্রতি ১৪ বলে একটি করে ছক্কা এসেছে তার উইলো থেকে। কমপক্ষে ৩০০ বল খেলেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এ তালিকায় জাকেরের ওপর আছেন কেবল পারভেজ হোসেন ইমন। ৩৮০ বল খেলে ৩২ ছক্কা ইমনের। প্রতি ১১ দশমিক ৮৭ বলে এসেছে একটি করে ওভার বাউন্ডারি। আরেক ওপেনার তানজিদ তামিম প্রতি ১৭ বলে একটি করে ছয় হাঁকিয়েছেন।

আরও পড়ুন:

একই পরিসংখ্যান যখন বৈশ্বিক অঙ্গনে তখন জাকের আলী অনিক করেছেন হতাশ। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ক্রিকেটে থাকা ফিনিশারদের মধ্যে টাইগার এ ব্যাটারের অবস্থান কিছুটা নিচের দিকেই। ডেথ ওভার বিবেচনায় জাকের প্রতি ৯ দশমিক ৫৫ বলে একটি করে ছয় হাঁকিয়েছে। হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ নবী প্রতি ছয়ের জন্য খেলেছেন আট বলের কম। অস্ট্রেলিয়ার টিম ডেভিড এ বিবেচনায় গড়ে প্রতি ওভারেই একটি করে ছয়ের দেখা পেয়েছেন।

জাকের আলী অনিকের এমন সব পরিসংখ্যান হয়তো বাংলাদেশের টি-টোয়েন্টি বাস্তবতাকেই চিহ্নিত করে। দল বাংলাদেশের মতো ব্যক্তিগত অর্জনের প্রশ্নেও টাইগার তারকারা বৈশ্বিক আসরে এখনও অনেকটাই পিছিয়ে। ক্রিকেট মানচিত্রে এমন অবস্থা থেকে বাংলাদেশ কবে উন্নতি করবে, সেই প্রশ্নের উত্তরটাও অজানা।

এসএস