আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, সুযোগ পেলেন সাইফ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। বাদ পড়েছেন লিটন দাস ও পারভেজ ইমন।

দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ব্যাটারদের মধ্যে দলে টিকে গেছেন নাঈম শেখ।

আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাতে রাখা হয়েছে ৫ পেসারকে।

আরও পড়ুন:

আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর ও শেষ ম্যাচটি হবে ১৪ তারিখে। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।

সেজু