ওয়ানডে বিশ্বকাপ: পাকিস্তানকে ১২৯ রানে থামিয়ে দিলো নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাংশ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাংশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান।

এর আগে, টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ে নেমে খেই হারায় পাকিস্তান। মারুফার সুইংয়ে পরাস্ত হয়ে পরপর দুই বলে সাজঘরে ফেরেন পাকিস্তানের দুই ব্যাটার ওমাইনা সোহাইল ও সিদরা আমিন। দু’জনকেই বোল্ড করেন মারুফা। 

তবে এরপর পাকিস্তানের হাল ধরেন ওপেনার মুনিবা আলি ও রামিন শামিম। সহ-অধিনায়ক নাহিদা এ দু’জনকে ফেরালে চাপে পড়ে পাকিস্তান। 

আরও পড়ুন:

এরপর মিডল অর্ডারের তিন ব্যাটার আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ এবং ফাতিমা সানা দলীয় স্কোর ১০০ পর্যন্ত টেনে নিলেও ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতেই। 

দুই স্পিনার ফাহিমা ও রাবেয়ার দুই উইকেট নেয়ার পর তিন উইকেট শিকার করে পাকিস্তানের ইনিংসের কফিনে শেষ পেরেক ঠোকেন স্বর্ণা আক্তার। শেষ দিকে দিয়ানা বেগের ১৬ রান পাকিস্তানকে নিয়ে যায় ১২৯ রান পর্যন্ত।

এসএইচ