জাপান-দক্ষিণ কোরিয়া ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের, দলে নেই নেইমার

কার্লো আনচেলত্তির তত্তাবধানে ব্রাজিল দল
কার্লো আনচেলত্তির তত্তাবধানে ব্রাজিল দল | ছবি: সংগৃহীত
0

জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্যাজিল। এ দুটি ম্যাচের জন্য ব্রাজিল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। গতকাল (বুধবার, ১ অক্টোবর) ২৬ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে ফিরছেন দুই স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোজ।

আরও পড়ুন:

এবার ও দলে জায়গা পাননি নেইমার জুনিয়র। রিও ডি জেনিরোতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাঁ ঊরুতে নতুন করে চোট পাওয়ায় নেইমারকে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফেরানোর কথা ভাবেননি আনচেলত্তি।

এফএস