এমএলএস: মেসির জোড়া গোলে মায়ামির জয়

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। জোড়া গোল আর অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে জিতিয়ে মাঠ ছাড়লেন এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মৌসুমে ৬ ম্যাচ কম খেলেও এরই মধ্যে উঠে এসেছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

মৌসুমে নিজেদের ২৮তম ম্যাচে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হয় লিওনেল মেসির দল। ম্যাচে প্রথম লিড পায় মায়ামি। ৩৫ মিনিটে মেসির থ্রু পাস ধরে গোল করেন তাদেও আলেন্দে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি। 

তবে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই গোল শোধ করে ডিসি ইউনাইটেড। এরপর দলকে জেতাতে এগিয়ে আসেন মেসি। ৬৬ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন:

এরপর ম্যাচের ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ একটি শটে গোল করে মায়ামিকে দেন ৩-১ গোলের লিড। মৌসুমে এ নিয়ে সপ্তমবার জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহানায়ক। 

এমএলএসে চলতি মৌসুমে ২২ ম্যাচে ২২ গোল করে মেসি উঠে এসেছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। শেষ মুহূর্তে ডিসি ইউনাইটেড একটি গোল শোধ করলেও, ম্যাচ জিতে মাঠ ছাড়ে মায়ামি। 

টেবিলের শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট কম নিয়ে মেসিদের অবস্থান এখন ৫ এ।

এসএইচ