বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের আম্পায়ার্স প্যানেল ঘোষণা আইসিসির

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের আম্পায়ার্স প্যানেল ঘোষণা আইসিসির | Ekhon tv
0

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আম্পায়ার্স প্যানেল ঘোষণা করেছে আইসিসি।

আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আম্পায়ার্স প্যানেলের তালিকা ঘোষণা করেছে আইসিসি। দুই টেস্টেই ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।

প্রথম টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ ও রিচার্ড এলিংওর্থ টিভি আম্পায়ার হিসেবে থাকবেন কুমার সাঙ্গাকারা। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তানভির আহমেদ।

দ্বিতীয় টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার সাঙ্গাকারা ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।

এসএইচ