বিদেশি বিনিয়োগকারীদের সামনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা তুলে ধরলো বিডা

বিদেশি বিনিয়োগকারীদের সামনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা তুলে ধরলো বিডা | এখন
0

বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা তুলে ধরেছে বিডা। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে বেকোর সম্মেলন কক্ষে অর্থনৈতিক অঞ্চলটির নানাদিক তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা এ সময় পুরো এলাকা প্রদক্ষিণ করে দেখেন।

নারায়ণগঞ্জের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে এসেছেন ৩৬ সদস্য বিনিয়োগকারী দল। এর মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩, আববুধাবি ৩, যুক্তরাষ্ট্রের ৮, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আছেন ৮ জন।

আরো পড়ুন:

তারা বিনিয়োগ পরিবেশ ও যোগাযোগ বয়বস্থা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন। এই সময় তাদের কাছে পুরো এলাকার চিত্র তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগকরা বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।

ইতোমধ্যে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার ফিটের একটি প্লট নেয়ার বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন- বিএসইজির সাথে।

২০২২ সালে যাত্রা শুরু করা জাপানিজ ইকোনমিক জোনে হাজার একর জায়গার নানা অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

এদিকে সামিটের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ ইকোনমিক জোন পরিদর্শন করেন। 

ইএ