এরপর কারখানার উৎপাদন ব্যবস্থা, পুরো ইকনোমিক জোনের পরিবেশগত দিক, বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ ঘুরে দেখেন। চট্টগ্রাম অঞ্চলে দেশী, বিদেশি বিনিয়োগের জন্য এমন উদ্যোগ এটিই প্রথম।
আরো পড়ুন: আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ
ডেলিগেট টিমকে বাণিজ্য নগরীর বিপুল সম্ভাবনা, বন্দর ও অবকাঠামোগত সুবিধা তুলে ধরেন কোরিয়ান ইকনোমিক জোনের কর্মকর্তারা।
এসময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ ঘটতে চায়। যেখানে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক পুনর্গঠন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ সম্মেলন আশার আলো তৈরি করেছে।'
এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ যে একটি আকর্ষণীয় স্থান সেটি তুলে ধরা হবে বলেও জানান তিনি।
এদিকে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ৭ থেকে ১০ এপ্রিল চারদিনব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫।
৫০ দেশের ৫৫০ এর বেশি বিনিয়োগকারী ও আড়াই হাজার দেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিস্তারিত পড়তে!