বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল

0

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রথম বৈঠকটি শুরু হয়।

প্রথম বৈঠকে ব্যাংকের সম্পদ নিরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয় আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকগুলোসহ ১১টি ব্যাংকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়।

যাদের ৮০ শতাংশের বেশি অর্থ লোপাট হয়েছে। সেই অর্থের প্রকৃত তথ্য বের করতে সম্পদ নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে নিরীক্ষার বিষয়ে আলোচনা করে আইএমএফ।

পরে বেলা ১১টায় আর্থিক খাতের সংস্কার নিয়ে দ্বিতীয় বৈঠকে বসে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংক। ৫ আগস্ট পরে আর্থিক খাতের যে সংস্কার চলমান রয়েছে সে বিষয়ে আলোচনা করে তারা।

আজ বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে বৈঠক করবে আইএমএফ।

এসএস