মাদারীপুরের সিটি সুপার মার্কেটে আগুন; ১৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মাদারীপুরের সিটি সুপার মার্কেটে আগুন; ১৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই | এখন
0

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো ৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেট যে কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

মার্কেটে থাকা ১০টি কসমেটিকসের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারী দোকান, হার্ডওয়ারের দোকান ও কয়েকটি মালামাল রাখার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় মার্কেটের পেছনে থাকা ৩টি টিনের বসত ঘরও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ইমরানুজ্জামান বলেন, ‘হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি পরিমাণ নিরূপণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।’

এএইচ