রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

আগুনে পুড়ছে বসতঘর
আগুনে পুড়ছে বসতঘর | ছবি: এখন টিভি
0

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ারসার্ভিস ও ক্ষতিগ্রস্তরা।

আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জনৈক জাফর মিস্ত্রির বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়তে না পারায় ক্ষয়ক্ষতি রক্ষা পেয়েছে আশপাশের ঘরবাড়ি।

আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় স্থানীয় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ক্ষতিগ্রস্ত মো. আলী বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে। মুহূর্তেই সবদিকে ছড়িয়ে গেছে। চেষ্টা করেও নেভাতে পারিনি। আগুনে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

আরেক ক্ষতিগ্রস্ত খাইরুল ইসলাম বলেন, ‘আগুন লাগায় চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। ফায়ারসার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নইলে আগুন ছড়িয়ে গেলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যেতো।’

রাঙামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহত নেই। তবে ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

এএইচ