আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

আশুলিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইসলামনগরে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামনগর এলাকার আব্দুর রহমানের চারতলা বাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের ইউনিটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।

আরও পড়ুন:

এসময় আগুনে দগ্ধ হন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি এবং হাসিবুর রহমানসহ রাহাত নামে আরও এক যুবক।

পরে তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এএম