মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো ৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।