অল্প কিছুদিন আগেই বলেছিলেন চলে এসেছেন ক্যারিয়ারের শেষ দিকে। সেই শেষের শুরুই দেখে ফেললো ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম স্তম্ভ স্টিভেন স্মিথ।
১৭০ ওয়ানডে আর নামের পাশে দুটো বিশ্বকাপ স্মিথের। অস্ট্রেলিয়া দলের অন্যতম সফল খেলোয়াড় স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের পুরো সময় উপভোগ করেছেন স্মিথ। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ স্পিনার অল রাউন্ডার হিসেবে অভিষেক তার।
১৭০ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৫৮০০ রান। ৪৩.২৮ গড়ে ১২টি সেঞ্চুরি এবং ৩৫ টি হাফ সেঞ্চুরি তাঁর ঝুলিতে আছে। ৩৪.৬৭ গড়ে ২৮ টি উইকেট ও নিয়েছেন তিনি।
২০২৫ ও ২০২৩ আইসিসি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৫ সালে প্রথমবার অস্ট্রেলিয়া ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে পালন করেন কাপ্তানের দায়িত্ব।
২০১৫ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ান পুরুষ ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার ও ২০১৫ সালে আইসিসি পুরুষ ওডিআই টিম অফ দ্যা ইয়ারের সদস্য নির্বাচিত হন। ওয়ানডে ফরম্যাট কে বিদায় জানালেও টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ।