অ্যাশেজ সিরিজ: হেড–স্মিথের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

পঞ্চম অ্যাশেজ টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ
পঞ্চম অ্যাশেজ টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ | ছবি: সংগৃহীত
0

চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রান করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের করা ৩৮৪ রানের বিপরীতে ১৩৪ রানের লিডে চালকের আসনে অজিরা। এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ।

দুই উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই ক্যারিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরির দেখা পান হেড। এর মাধ্যমে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার সাতটি ভিন্ন ভেন্যুতে টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি।

এছাড়া ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলাসহ গড়েছেন আরও কিছু রেকর্ড। অবশ্য অন্যপ্রান্তে টপ অর্ডারের বাকি সতীর্থরা ছিলেন আসা যাওয়ার মাঝে। 

আরও পড়ুন:

হেডকে সঙ্গ দেন পাঁচে নামা স্টিভ স্মিথ। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা স্মিথও পান সেঞ্চুরির দেখা। প্রায় দেড়শ বছরের ইতিহাসে অ্যাশেজে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

দিনশেষে ১২৯ রানে অপরাজিত এ ব্যাটার। অন্যপ্রান্তে ৪২ রানে অপরাজিত বিয়াউ ওয়েবস্টার। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

এএম