২০২৭ বিশ্বকাপ সামনে রেখে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিসিবির লোগো
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিসিবির লোগো | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালে ব্যস্ত এক সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠেই চারটি ওয়ানডে সিরিজ খেলবে মেহেদি হাসান মিরাজের দল। দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে ভারত-অস্ট্রেলিয়া। গতকাল (শুক্রবার, ৩ জানুয়ারি) প্রকাশিত সূচিতে তা নিশ্চিত করেছে বিসিবি।

বছর তিনেক আগেও ওয়ানডে ফরম্যাটে বৈশ্বিক অঙ্গনে বড় এক নাম হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে ২০২৩ সালের পর থেকেই পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। ঘরে-বাইরে একের পর এক সিরিজ হারে র‌্যাঙ্কিংয়ে তলানির দিকে অবস্থান টাইগারদের। শঙ্কা জেগেছে ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে। এরইমাঝে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের সূচি। ঘরের মাঠে যেখানে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একদিনের সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।

চলতি বছরের জুনে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে তারা। সবশেষ ২০১১ সালে ঢাকায় সিরিজ খেলেছিল অজিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে আছে টি-টোয়েন্টি সূচিও।

আরও পড়ুন:

সেপ্টেম্বরে একইরকমের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ভারত। ২০২২ সালের পর এটিই হবে টিম ইন্ডিয়ার বাংলাদেশে প্রথম সফর। ২০২৫ সালে নির্ধারিত ছিল সাদা বলের এ সিরিজটি।

অবশ্য বাংলাদেশের ওয়ানডের বছর শুরু হবে মার্চে পাকিস্তানের সফর দিয়ে। আর এপ্রিলে আসবে নিউজিল্যান্ড। এছাড়া মে মাসে পাকিস্তান আসবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আর ঘরের মাঠে বাংলাদেশের শেষ সিরিজ অক্টোবরে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। সবমিলিয়ে ২০২৬ সালে ঘরের মাঠে ১২ ওয়ানডে, নয় টি-টোয়েন্টি এবং চার টেস্ট খেলবে টাইগাররা।

এসএস