গাজা উপত্যকায় ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে

গাজা উপত্যকায় ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে | এখন
0

গাজা উপত্যকায় ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে শনিবার (১ মার্চ)। প্রথম ধাপের পর যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আসেনি কোনো সিদ্ধান্ত। হামাসের শর্ত মেনে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করে উল্টো সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা করছে তেল আবিব।

যুদ্ধকে উস্কে দিতে তেল আবিবকে নতুন করে আরো ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধাপে ধাপে দেয়া হবে এই সহায়তা।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হওয়ায় ইসরাইল প্রস্তাব দিয়েছে, আগের তুলনায় গাজায় সামরিক উপস্থিতি বাড়ানো হবে।

জাতিসংঘ আর উপত্যকায় ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোকে এই প্রস্তাব দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। পুরো পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, আগামী সপ্তাহে কায়রোতে আরব লীগের সম্মেলনে অংশ নেবেন মহাসচিব এন্তোনিও গুতেরেস।

যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। পাশাপাশি জোর দেয়া হবে যুদ্ধবিরতি আর বন্দিবিনিময় চুক্তি বহাল রাখার বিষয়ে। হামাস বলছে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর শর্তে আলোচনায় যেতে চায় সশস্ত্র গোষ্ঠীটি।

ইএ