আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

.
ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়বে টাইগাররা। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের আগে দলীয় ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক-রিয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ব আসরে সফল হতে চায় পুরো দল, এমনটাই জানান টাইগার অধিনায়ক।

চ্যাম্পিয়নস ট্রফির আসরে শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যয় নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তিনি বলেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।'

আট দলের বৈশ্বিক টুর্নামেন্টের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে এমনটাই আত্মবিশ্বাসী ছিলেন টাইগার কাপ্তান।

আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শিরোপা জয়ের মিশন। বুধবার দলীয় ফটোসেশনে কালো স্যুটে যেন ফুরফুরে মেজাজে পুরো টাইগার দল।

ছবি তোলা শেষে গণমাধ্যমের মুখোমুখি দলের অধিনায়ক। প্রথমেই প্রশ্ন আসে বৈশ্বিক আসরের আগে কতটা প্রস্তুত পুরো দল।

শান্ত বলেন, 'এ ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি টিমের জন্যই বাড়তি চ্যালেঞ্জ থাকে। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। খনো মাদের হাতে রও ছয় থেকে সাত দিন সময় আছে। আমার মনে হয় এই কয়দিনে আরও কটু গুছিয়ে নিতে পারবো আমরা।'

টুর্নামেন্টে দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের কাছেও সেরাটাই পেতে চান শান্ত। দুই ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতা পেতে চান তিনি।

শান্ত বলেন, 'রিয়াদ ভাই, মুশফিক ভাই যেন তাদের এক্সপেরিয়েন্স প্রতিটি খেলোয়াড়ের কাছে দেয় এবং মাঠে যখন খেলাটা চলবে তাদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে সেটা যেন অবশ্যই সেই খেলোয়াড়কে শেয়ার করে।'

এদিকে চাপমুক্ত থেকেই টুর্নামেন্ট খেলতে যাবে তামিম-সাকিবরা। দলের প্রতিটি ক্রিকেটার শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছাড়বে বলে জানান এই ক্রিকেটার।

এসএস