স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৬৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।