সশস্ত্র বাহিনী দিবসে নতুন রকেট ড্রোন উন্মোচন করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, শিগগিরিই পেকলো নামে খ্যাত এই ইউএভি দিয়ে হামলা চালানো হবে রাশিয়ায়। এদিকে বেলারুশের সঙ্গে যৌথ নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি সই করেছে রাশিয়া। লুকাশেঙ্কোর অনুরোধে বেলারুশে ওরেশনিক মিসাইল মোতায়েনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত কমপক্ষে ১০ জন।
৩০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন পতনের পর নিজেদের পারমাণবিক অস্ত্র ধ্বংসে সম্মত হয় ইউক্রেন। এরপর থেকে প্রতিবছরই দিনটি পালিত হচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য কিয়েভকে সুরক্ষা দিতে সম্মত হলেও যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশ্রুতি পূরণ হয়েছে সিকিভাগ।
গতকাল (শুক্রবার, ৬ ডিসেম্বর) মধ্যরাতে জাপোরিঝিয়া লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের তথ্য নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর। ধ্বংস হয়ে গেছে বেশ কিছু স্থাপনা। জাপোরিঝিয়ার কয়েকটি অঞ্চল এখনো বিদ্যুৎহীন।
এমন পরিস্থিতিতে জনসম্মুখে নিজেদের নতুন রকেট ড্রোন উন্মোচন করেছেন জেলেনস্কি। পেকলো নামে খ্যাত এই ইউএভিগুলো তৈরি করা হয়েছে ইউক্রেনেই। প্রেসিডেন্ট জানান, ৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম লং রেঞ্জ ড্রোনগুলো শিগগিরিই ব্যবহার করা হবে রাশিয়ার বিরুদ্ধে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘জনগণ দেখতে পাচ্ছে আমাদের কাছে অসংখ্য অস্ত্রের মজুত রয়েছে। আমরা শুধু এগুলোর পরীক্ষাই চালাবো না, শিগগিরি এর ব্যবহারও করবো। যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাদের সম্পদ হবে এই সমরাস্ত্রগুলো।’
এদিকে বেলারুশের সঙ্গে যৌথ নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি সই করেছে রাশিয়া। ইউনিয়ন স্টেট তৈরির ২৫ বছর পূর্তিতে এই চুক্তি করা হয়। এতে করে মস্কোর পরমাণু অস্ত্রের ছায়াতলে চলে এলো মিনস্ক।
তাই বেলারুশের ওপর নিউক্লিয়ার হামলা হলে তা নিজ দেশের ওপর হামলা হিসেবে গণ্য করবে রাশিয়া। এসময় বেলারুশে ওরেশনিক মিসাইল মোতায়েনের জন্য পুতিনকে অনুরোধ করেন লুকাশেঙ্কো। যা সাদরে গ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘যত দ্রুত সম্ভব বেলারুশের ভূখণ্ডে ওরেশনিক মিসাইল মোতায়েন করবে রাশিয়া। শুধু তাই নয়, আগামী বছরের দ্বিতীয়ার্ধে আমরা এই মিসাইলের উৎপাদন বাড়াবো। পাশাপাশি রাশিয়ান মিসাইল ফোর্সকে সরবরাহ করবো।’
এদিকে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রাল নতুন রূপে উদ্বোধন অনুষ্ঠান শেষে বৈঠক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি।