দেশে এখন
0

'সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেয়া হবে না'

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকের অংশ হিসেবে এই বৈঠক কি না সে বিষয়ে পরিষ্কার করেননি হাসনাত আব্দুল্লাহ।

বৈঠকে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা শোনা গেলেও তারা কেউ ছিলেন না।

দেশের সার্বিক পরিস্থিতি জানতেই প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন বলে দাবি ছাত্রদের। ভারতের সঙ্গে চলমান বৈরিতা, পানি বণ্টন, সীমান্তে হত্যার বিচার, ভারতের সঙ্গে অতীতে করা গোপন চুক্তি প্রকাশ ছাড়াও দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

ইএ